Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দেওয়ানী ও ল্যান্ডসার্ভে ট্রাইবুনাল মামলা সংক্রান্ত তথ্য
Details
গত আগস্ট মাসের কুমিল্লা জেলা রাজস্ব সম্মেলনে দৃষ্টি আকর্ষিত হয় যে , প্রতিমাসে মাত্র ২০০ এস.এফ উপজেলা ভূমি অফিস হতে আসে অথচ পেন্ডিং এর সংখ্যা ১৩০৪ । আরজি ও নোটিশ ঠিক সময়ে পাওয়া যায়নি মর্মে প্রশ্ন উত্থাপিত হয় । ঠিকমত এস.এফ না পাওয়া যাওয়ায় কিছু মামলা সরকারের বিপক্ষে রায় হওয়ার সম্ভাবনা দেখা দেয় । এ প্রেক্ষিতে কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও কালেক্টর জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল নির্দেশনা দেন যে , মামলার সকল আরজি ও নোটিশ সকল সহকারী কমিশনার (ভূমি) বরাবর দৈনিক স্ক্যান করে মেইলে প্রেরণ করতে হবে এবং এর cc কপি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ সরকারী কৌশুলী বরাবর প্রেরণ করতে হবে । এ কার্যক্রম গ্রহণ করা হলে শুধুমাত্র এক মাসে ৮৫৫ টি এস.এফ পাওয়া যায় অর্থাৎ গত মাসে জুলাই মাসের চেয়ে ৬৫৫ টি এস.এফ বেশি পাওয়া যায় । এভাবে ডিজিটাল সিস্টেম চালুর ফলে নোটিশ ও আরজি প্রেরণের সাথে সাথে এস.এফ প্রাপ্তির দ্রুততা নিশ্চিতকরণ এবং যথাসময়ে আদালতে এস.এফ প্রেরণের মাধ্যমে মামলায় সরকারের বিপক্ষে রায় হওয়া হ্রাস করা সম্ভব হয়েছে
Images
Attachments