Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সেবা জোরদার বিষয়ক Advocacy Workshop আয়োজিত হয়।
Details

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগামের উদ্যোগে এবং মায়ের হাসি প্রজেক্ট-২, এনজেন্ডার বাংলাদেশ এর অর্থায়নে গতকাল ৭ আগষ্ট, ২০১৬ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সেবা জোরদার বিষয়ক Advocacy Workshop আয়োজিত হয়। আলোচ্য কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সম্মানিত পরিচালক(যুগ্ম সচিব) পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম জনাব মোহাম্মদ নুরুল আলম মহোদয় এবং সভাপতিত্ব করেন জেলার শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক জনাব মো: হাসানুজ্জামান কল্লোল মহোদয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের MDG লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনার অবদান এবং নারীর ক্ষমতায়ন সুপ্রশস্ত করতে কী কী পদক্ষেপ পরিবার পরিকল্পনার মাধ্যমে নেয়া যেতে পারে তা বিস্তারিত আলোচনা করেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক। এসময় বিশেষ অতিথি ছিলেন পরিচালক MCH Services ও লাইন ডিরেক্টর MCRAH ডা: মোহাম্মদ শরীফ মহোদয়, এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন সিভিল সার্জন মহোদয়, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

Images
Attachments