সেপ্টেম্বর ২০১৪ মাসে সর্বোচ্চ সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা ও সর্বোচ্চ সংখ্যক মামলা নিস্পত্তি করে সমগ্র বাংলাদেশে কুমিল্লা জেলা টানা দ্বিতীয়বারের মত স্থান অর্জন করেছে । ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মোবাইল কোর্টে ১৯১ টি অভিযান পরিচালনা করে এবং ৪৫৯ টি মামলা নিষ্পত্তি করে কুমিল্লা জেলা সমগ্র বাংলাদেশে শীর্ষ স্থান অধিকার করেছে । মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে । বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন । এই ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে , জুন ২০১৪ সালে মোবাইল কোর্ট সংখ্যা ছিল ১০৮ টি , নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২৬৬ টি এবং মোট ৩ লক্ষ ৫৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয় । জুলাই ২০১৪ সালে মোবাইল কোর্টের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫১ টি , নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ৪৪২ টি এবং মোট ৯ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় । আগস্ট ২০১৪ সালে ১৮৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে এবং ৪২৪ টি মামলা নিষ্পত্তি করে প্রথমবারের মত সমগ্র বাংলাদেশে কুমিল্লা জেলা শীর্ষ স্থান অর্জন করে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS