Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসক মহোদয়ের ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে গণশুনানীর সুফল: এক অনন্যসাধারণ দৃষ্টান্ত স্থাপন
Details

কুমিল্লা জেলায় প্রতি বুধবার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বিভিন্নউপজেলায় ভূমি অফিসের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণশুনানী করেন। এরকমএক নির্ধারিত শুনানীর আগের দিন সহকারী কমিশনার (ভূমি), লাকসাম এর কাছে একভদ্রলোক এলেন। গত ৮ মাস ধরে তার একটি বিবিধ রেকর্ড সংশোধন মামলা ULAO এররিপোর্টের জন্য পেন্ডিং আছে। অনেক জায়গায় টাকা দিয়েছেন তিনি। তবু অগ্রগতিপাননি। ঘটনা জানার পর সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট সহকারীকে নথিসহডাকেন। তারপর ভদ্রলোককে বলেন পরদিন শুনানীর সময় জেলা প্রশাসক মহোদয়েরসাথে সহকারী কমিশনার (ভূমি) তাকে কথা বলিয়ে দেবার ব্যবস্থা করবেন, সেসময়তিনি যেন স্যারকে সব কিছু বলেন। ব্যস, এতেই কাজ হলো। উক্ত সহকারী তৎক্ষনাতসেই ULAO কে ফোন করে সব বললেন। অতঃপর ৮ মাস ধরে পেন্ডিং রিপোর্ট পরদিনইহাজির। জেলা প্রশাসক, কুমিল্লা মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সে সাধারণমানুষের পাশাপাশি ভূমি অফিসের স্টাফদের চিন্তাচেতনায়ও পরিবর্তন আসছে, এটাইআশার কথা।

সত্য জয় লাভ করুক, মানুষ সবরকম লোভের ঊর্ধ্বে গিয়ে অল্পে খুশি হবার মনটা ফিরে পাক, এটাই সকলের প্রত্যাশা!

Images
Attachments