কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব ক্বেরাত (হিফ্য্) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কুমিল্লার কৃতি সন্তান জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার সন্তান জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন বিশ্ব ক্বেরাত (হিফ্য্) প্রতিযোগিতায় ৭২টি দেশের ৭০০০ প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতাটি সৌদি আরবের জেদ্দা নগরীতে পবিত্র রমযান মাসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় তিনি ১০,০০০০০/- (দশ লক্ষ টাকা) পুরস্কার পেয়েছেন। পুরস্কারের পুরো টাকা তিনি তার শিক্ষককে (যিনি তাকে কোরআন শিখিয়েছেন) দিয়ে দিয়েছেন। জেলা প্রশাসক মহোদয় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিনন্দন ক্রেস্ট ও একটি পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে জনাব মামুন কোরআন তেলোয়াত করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS