Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Details

মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগসমূহের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতি মহোদয় এসময় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কুমিল্লা আদর্শ সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত চান্দিনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ সালেহ আহাম্মদ এর প্রতি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও কুমিল্লা জেলায় জেএসসি পরীক্ষায় পাশের হার বিগত বছরের তুলনায় ৪% বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ , প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এ সভায় উপস্থিত ছিলেন।

Images
Attachments