৮ জুলাই ২০১৫ খ্রি. তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কুমিল্লা ও আঞ্চলিক পাসপোর্ট অফিস কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত হয় গনশুনানী ও সোশ্যাল মিডিয়া আড্ডা। সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব এম এন জিয়াউল আলম।তিনটি উপজেলার সাথে সরাসরি skype এর মাধ্যমে গনশুনানী ও সোশ্যাল মিডিয়া আড্ডা দেশে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হল। সম্মানিত অতিথিবৃন্দ পাসপোর্ট সংক্রান্ত নানা বিষয়ে সরাসরি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে প্রানবন্ত করে তুলেন এই আড্ডা। আড্ডার নিয়ন্ত্রক ও প্রধান হিসেব যুক্ত ছিলেন সম্মানিত বিভাগীয় কমিশনার, চট্রগ্রাম, মন্ত্রীপরিষদ বিভাগ সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তাবৃন্দ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS