কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল নগরীর চকবাজার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ। এসময় চকবাজারের মাছ ও মাংস বাজারে ওজনে কম দেয়া ও একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, চকবাজারে মাংস ও মাছ বিক্রেতারা ওজনে কম দেন। তারা বাটখারাগুলোতে ১ কেজির জায়গায় ৯শ গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করেন। এছাড়াও ৫শ গ্রাম ওজনের বাটখারায়ও কম রয়েছে। ফলে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৪৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এছাড়াও ওই এলাকায় একটি আইসক্রিম ফ্যাক্টরিকে বিশুদ্ধ খাবার অধ্যাদেশ আইনে জরিমানা করা হয়।
সৌজন্যেঃ কুমিল্লার কাগজ পত্রিকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS