Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতীয় প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী, ত্রিপুরার মাননীয় মূখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসক কার্যালয়,কুমিল্লার সাথে ভিডিও কনফারেন্স।
Details

আজ ২৩ মার্চ, ২০১৬ খ্রিঃ ভারতের ত্রিপুরা হতে বাংলাদেশের কুমিল্লায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষে ত্রিপুরা-কুমিল্লা গ্রীড আন্তঃসংযোগ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী মিঃ নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মিঃ মানিক সরকার।একইসাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সাথে সংযুক্ত ছিলেন।এসময় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, মাননীয় রেলমন্ত্রী জনাব মুজিবুল হক, কুমিল্লা-৬(সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দীন বাহার, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের উপস্থিতিতে উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়।। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।দু’দেশের মধ্যে এই ঐতিহাসিক আন্তর্জাতিক ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে কুমিল্লা জেলা প্রশাসন গর্বিত ও আনন্দিত।

Images
Attachments