বুধবার ১ অক্টোবর ২০১৪ খ্রিঃ কুমিল্লা জেলার সু্যোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল সড়ক ও নদীপথে কুমিল্লার মেঘনা উপজেলা পরিদর্শন করেন । প্রথমে তিনি জেলার দাউদকান্দি উপজেলা থেকে স্পিডবোটযোগে মেঘনা জেলায় গমন করেন ।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকারী কমিশনারবৃন্দ । এরপর মান্যবর জেলা প্রশাসক মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি , কর্মকর্তা , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন । এই সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার , কুমিল্লার উপ-পরিচালক জনাব সঞ্জয় কুমার ভৌমিক এবং মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আঃ সালাম । সভায় সভাপতিত্ব করেন মেঘনার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সামছুল হক । সভাশেষে মান্যবর জেলা প্রশাসক ১ নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন করেন । এরপর তিনি মেঘনা নদীতে নৌবিহারের মাধ্যমে নদী পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন । তিনি মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও মহামায়া সঙ্ঘ পূজামন্ডপ দর্শন করেন এবং পূজামন্ডপের সার্বিক ব্যবস্থাপনার ব্যাপারে খোঁজ নেন । এরপর তিনি মানিকারচার সাহারা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম পরিদর্শন করেন । এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহ , যৌতুকপ্রথার কুফল বর্ণনা করেন এবং উচ্চশিক্ষা অর্জন করার ব্যাপারে গুরু্ত্বারোপ করেন । পরে তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন । এসময় তিনি উক্ত স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে অনুপস্থিতির কারণে চিকিৎসা সেবাপ্রদানে ব্যাঘাত ঘটার বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং এই বিষয়ে কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলবেন বলে জানান ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS