২৯ এপ্রিল ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। জেলা ম্যজিস্ট্রেট মহোদয় এসময় বাংলাদেশের সকল জেলার মধ্যে মার্চ, ২০১৫ মাসে কুমিল্লা জেলা মোবাইল কোর্টের মামলা নিষ্পত্তি এবং জরিমানা আদায়ের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করায় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যজিস্ট্রেটগণ এবং তাদেরকে সহায়তা প্রদানকারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও আইন-শৃংখলা পরিস্থিত স্বাভাবিক রাখার লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক চালিয়ে যাওয়ার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার, কুমিল্লা; ১০ বর্ডার গার্ড ব্যটালিয়ন এর উপ-অধিনায়ক, সিভিল সার্জন, কুমিল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS