Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ০৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
Details

২৭ মে, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলার বীরচন্দ্রনগর মিলনায়তন (টাউন হল) প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, কুমিল্লা এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী ১ম বারের মত কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে আয়োজিত ০৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী দিনে আলোচনা অনুষ্ঠান এবং কুমিল্লা জেলাসহ নোয়াখালী ও ফেনী জেলার সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল মতিন খসরু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক, বার্ড জনাব সালাহউদ্দিন মাহমুদ।নজরুল স্মারক বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ডঃ আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নোয়াখালী জনাব বদরে মুনীর ফেরদৌস; পুলিশ সুপার, কুমিল্লা; জেলা প্রশাসক, কুমিল্লা মহোদয়ের সহধর্মিণী ডাঃ শেখ মুসলিমা মুন; উপজেলা পরিষদ চেয়ারম্যান, আদর্শ সদর; অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ; অধ্যক্ষ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ।আলোচনা অনুষ্ঠান শেষে ৩ দিনব্যাপী এ আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।এছাড়াও এস এ টিভি এবং চ্যানেল ২৪ কে এ আয়োজন প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়। উল্লেখ্য সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসাবে ছিল নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ থেকে আগত ছাত্র-ছাত্রীদের লেটোর গান পরিবেশনা।

Images
Attachments