Title
মাদকমুক্ত কুমিল্লা গড়তে স্কাউটদের কাজে লাগাতে হবে
Details
জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল বলেছেন, মাদকমুক্ত কুমিল্লা গড়তে স্কাউটদের কাজে লাগাতে হবে। স্কাউটিং নিয়মানুবর্তিতা, সময়জ্ঞান ও মাত্রাজ্ঞান শিক্ষা দেয়। ভদ্রতা ও শৃঙ্খলাবোধ স্কাউটদের আদর্শ। স্কাউটরা এসব শিক্ষায়-দীক্ষা নিয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। নতুন প্রজন্মকে স্কাউটিং এ মনোযোগী করে তুলতে হবে। বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা শাখা আয়োজিত এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল নজরুল ইন্সটিটিউটে এ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মো: হাসানুজ্জামান কল্লোল প্রধান অতিথি হিসেবে জিপিএ-৫ প্রাপ্ত স্কাউটদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা স্কাউট কমিশনার আফসার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ভূঞা। অনুভূতি প্রকাশ করেন স্কাউট সদর উপজেলা গ্র“প লিডার তোফাজ্জল হোসেন, মুরাদনগর উপজেলা স্কাউট লিডার ফরিদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে বাস দুর্ঘটনায় ইস্পাহানী স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সৌজন্যেঃকুমিল্লার কাগজ(পত্রিকা)