Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,জরিমানা আদায় ৪০ হাজার টাকা
Details

কুমিল্লাজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যেভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এসময়বিভিন্ন অপরাধে ১০টি মামলায় ৪০হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক দুটিভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ ওতামান্না মাহমুদ।গতকাল বেলা ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ফলবাজারে ফরমালিন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহীম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। বিভিন্ন দোকানে ফলে ফরমালিন পরীা করা হয়। এসময়একটি দোকানে প্রায় ৭৫ কেজি আমে ফরমালিন পাওয়া যায়। এছাড়াও একই উপজেলায় রসনাবিলাস বেকারিতে ভেজাল বাটার দিয়ে খাদ্যদ্রব্যাদি তৈরি করার অপরাধে ভোক্তাঅধিকার সংরণ আইনে ৭ হাজার টাকা জরিমানা ও ভেজাল বাটার জব্দ করা হয়। এছাড়াওসুইট কনফেকশনারীতে ভারতীয় নিষিদ্ধ উত্তেজক সিরাপ রাখার দায়ে জরিমানা করে ওসিরাপগুলো জব্দ করা হয়।জব্দ করা আম, ভেজাল বাটার ও উত্তেজক সিরাপগুলো কুমিল্লা জেলা প্রশাসকেরকার্যালয়ে এনে নির্বার্হী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ উপস্থিথ থেকে ধ্বংসকরে ফেলেন।এদিকে বিকেল সাড়ে ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের নেতৃত্বেঅপর অভিযানে বিভিন্ন মিষ্টির দোকানে ৫টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করাহয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, কুমিল্লা জেলা প্রশাসনথেকে প্রদত্ত লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করার অপরাধে সদর দণি উপজেলায়পদুয়ার বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে ৫টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানাকরি। তিনি আরো জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ভেজাল বিরোধী এ অভিযানঅব্যাহত থাকবে। সৌজন্যে ঃ কুমিল্লার কাগজ পত্রিকা।

Images
Attachments