০১ জুন, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাস্থ পৌরসভা মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মানসম্মত ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণী পাঠদান শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। এ কর্মসূচীর শুরুতে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পৌর মিলনায়তন প্রাঙ্গণে গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, স্কাউটস ও বিএনসিসি এর ক্যাডেট দের সালামি গ্রহন করেন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, টিটিসি হতে আগত প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে ও নির্দেশনায় মানসম্মত শিক্ষা ও আইসিটি বিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে কুমিল্লা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS