নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত
আমি আজ ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা কর আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।
শুভ নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ ১৪২২ এর সকল আয়োজনে এবং প্রথমবারের মত কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল,২০১৫ খ্রিঃ সকাল ৮ টায় আয়োজিত হতে যাওয়া আনন্দ শোভাযাত্রায় আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS