স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ আগস্ট শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, বাদ জুম্মা সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা, বিকাল ৫টায় বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সন্ধ্যা ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং ওইদিন সুবিধাজনক সময়ে উপজেলা সমূহের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় এবং জেলা সদরে প্রণীত কর্মসূচির বাস্তবায়নসহ বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করা। জেলা প্রশাসনের এ কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করবেন জেলা কালচারাল অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা টাউন হলের সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এদিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গত ২৩ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলকে আহবায়ক করে সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে জাতীয় শোক দিবস পালন কমিটি গঠন ও এর পাশাপাশি বেশ বেশ কিছু উপকমিটিও গঠন করা হয়।
সৌজন্যেঃ কুমিল্লার কাগজ (পত্রিকা)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS